নিউজ ডেস্ক : ফিলিপাইনের রিজাল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. আবুল কাশেম। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আতিউর রহমান পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন মো. আবুল কাশেম। তিনি ১ নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেলেন।
এ ঘটনায় ফিলিপাইনের দুর্নীতিবিষয়ক সিনেট কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অর্থ পাচারের ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ব্যাংকের মাকাটি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপকসহ ছয় ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত অর্থ থেকে গত মাসে হ্যাকাররা ৮০ মিলিয়ন ডলার লোপাট হয়। সুইফট মেসেজিং সিস্টেমে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এই অর্থ সরানো হয় ফিলিপাইন ও শ্রীলঙ্কার ব্যাংকে।
শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার মাঝপথে আটকানো গেলেও ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাটি সিটির জুপিটার স্ট্রিট শাখার পাঁচটি অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া ৮ কোটি ডলার ক্যাসিনো হয়ে হংকংয়ে পাচার হয়ে যায়।
ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন আতিউর রহমান। এর আগে গুলশানে নিজের বাসায় কয়েকজন সাংবাদিকের সামনে আসেন গভর্নর আতিউর। দ্বীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন তিনি। জানালেন, পদত্যাগপত্র প্রস্তুত রেখেছেন।
তিনি জানান, গতকাল বিকেলে ভারত থেকে দেশে ফেরার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সাক্ষাৎ করতে গেলে মুহিত তাকে পদত্যাগের আহ্বান জানান।
১৫ সার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস