মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৪:৪৬:৫৬

আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি : ড. আতিউর

 আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি : ড. আতিউর

ঢাকা : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮শ' কোটি টাকা চুরির ঘটনায় গর্ভনরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ড. আতিউর রহমান।  তিনি বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

মঙ্গলবার বিকেলে গুলশানে তার সরকারি বাসভবন গর্ভনর হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশের রিজার্ভের বিপুল পরিমাণ অর্থ চুরি গেলেও বিষয়টি ধামাচাপা দিয়ে রাখে বাংলাদেশে ব্যাংক।  বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।  গভর্নরের সঙ্গে অর্থমন্ত্রীরও পদত্যাগ দাবি করে বিএনপি।

তবে রিজার্ভ চুরির ঘটনায় সারাদেশে যখন তোলাপাড় চলছিল আন্তঃরাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যান আতিউর রহমান।  গতকাল দেশে ফেরেন তিনি।

তার আগেই প্রধানমন্ত্রীর কাছে গভর্নরের বিষয়ে নালিশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এরপর সোমবার অর্থমন্ত্রী জানান মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলনে আসবেন তিনি।  অন্যদিকে বিকেল ৪টায় ডাকা হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা।  অবশ্য রাতেই ওই সভা স্থগিত করা হয়।

মঙ্গলবার সকালে গভর্নরের পদত্যাগের বিষয়টি সামনে আসার পর অর্থমন্ত্রীও তার সংবাদ সম্মেলন স্থগিত করেন।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে