ঢাকা : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। আপিলের রায় ঘোষণার দুই মাস পর আজ মঙ্গলবার এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ কর হয়।
মুক্তিযুদ্ধর সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে দেড় বছর আগে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল আংশিক মঞ্জুর করে সেই দণ্ডাদেশই বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।
২, ৬ ও ১৬ নম্বর অভিযোগে পাকিস্তানি সেনাদের নিয়ে পাবনার বাউশগাড়ি, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় সাড়ে ৪০০ মানুষকে হত্যা ও ৩০-৪০ জন নারীকে ধর্ষণ; পাবনার ধুলাউড়ি গ্রামে নারী, পুরুষ ও শিশুসহ ৫২ জনকে হত্যা এবং পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী গণহত্যার দায়ে নিজামীর ফাঁসির রায় বহাল রাখা হয়।
এদিকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে নিজামীর ফাঁসির রায় গত ৬ জানুয়ারি বহাল রাখা হয়। এক মিনিটের মধ্যে দুটি বাক্যে এই রায়ের সংক্ষিপ্তসার জানিয়ে দেন।
বেঞ্চের অপর তিন সদস্য ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন