নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা জানাজানির এক সপ্তাহ পর মামলা হলো থানায়।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা নম্বর-১৩।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লোপাট যাওয়া অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার।
মঙ্গলবার বিকেলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ফোন করে জানানো হয়েছে, তারা একটি মামলা করতে থানায় আসছেন। তিনি তাদের আসতে বলেন।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা লোপাটের ঘটনায় সোমবার সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুজন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাটের ঘটনায় মঙ্গলবার দুপুরে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করেন। তিনি গতকাল বিকেলে ভারত থেকে দেশে ফেরেন। গতকালই গুঞ্জন ছড়িয়ে পড়ে তার পদত্যাগের খবর।
অর্থমন্ত্রী গতকাল সচিবালয়ে ইঙ্গিত দেন, বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের পরিবর্তন আসছে।
সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। পরে জানা যায়, ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার পাঁচটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে।
২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম