মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৬:১৫:২৯

গভর্নরের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

গভর্নরের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগকে ‘নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগপত্র জমা দেয়ার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগপত্র পেশ করেছেন।  প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ড. আতিউর রহমানের পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ড. আতিউর রহমানের অবদান বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরো গতিশীল হয়েছে।  যেসব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮শ' কোটি টাকা চুরির ঘটনায় গর্ভনরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ড. আতিউর রহমান।  তিনি বলেছেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।

মঙ্গলবার বিকেলে গুলশানে তার সরকারি বাসভবন গর্ভনর হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে