মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৬:৫৯:১৯

আগামীতে সেই সুযোগ আবারো আসছে : ড. আতিউর

আগামীতে সেই সুযোগ আবারো আসছে : ড. আতিউর

নিউজ ডেস্ক : শিক্ষকতায় ফেরার আশা প্রকাশ করেছেন বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান।  বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি।

পদত্যাগের পর সাংবাদিকদের ড. আতিউর রহমান বলেন, আপনাদের অনেককে আমি পড়িয়েছি।  আগামীতে সেই সুযোগ হয়তো আবারো আসছে। আমি শিক্ষক হিসেবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে আমার ছাত্রছাত্রীদের সামনে বিরাট অভিজ্ঞতা তুলে ধরতে পারব।

তিনি বলেন, শেষ পর্যন্ত আমার পরিচয় শিক্ষকই থাকলো।  আমি বিধাতার কাছে খুবই কৃতজ্ঞ।

মঙ্গলবার বিকেলে গুলশানে তার সরকারি বাসভবন গর্ভনর হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কেলেঙ্কারি মাথায় নিয়ে মঙ্গলবার স্বেচ্ছায় পদত্যাগ করেন ড. আতিউর রহমান।

১৯৭৫ সালে মাস্টার্স পড়ার সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ড. আতিউর।  ১৯৮৩ সালে পিএইচডি শেষ করে যোগ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস)।

দেশে এবং দেশের বাইরের কয়েকটি ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।  ২০০০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ড. আতিউর রহমান।
জামালপুর জেলার সদর উপজেলার কৃতী সন্তান ড. আতিউর রহমান ছোটকাল থেকেই খুব মেধাবী।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগকে ‘নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগপত্র জমা দেয়ার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে