নিউজ ডেস্ক : তরুণ প্রজন্মের কাছে কমনওয়েলথ ধারণাকে জনপ্রিয় করতে বাংলাদেশের সিপিএ রোডশো আয়োজন সংক্রান্ত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন কমনওয়েলথ প্রধান, সিপিএর চিফ পেট্রন ও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি গত সোমবার লন্ডনে সিপিএ সদর দফতর ওয়েস্টমিনিস্টার এবেতে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশংসা করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অংশগ্রহণ করেন। রানী দ্বিতীয় এলিজাবেথ রোডশো আয়োজন সম্পর্কে বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। সিপিএ রোডশোর মাধ্যমে কমনওয়েলথের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে জনসচেতনতা তৈরি হবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা কমনওয়েলথ চেতনায় উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ হবেন। এর ফলে কমনওয়েলথ দেশসমূহে সুশাসন প্রতিষ্ঠা হবে।
কমনওয়েলথ দিবস উপলক্ষে ব্রিটেন সফররত জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে সিপিএর চিফ পেট্রন রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মতবিনিময় করেন।
১৬ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস