নিউজ ডেস্ক : দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান গুলশানে ভারতীয় হাইকমিশনে গিয়ে তাকে আমন্ত্রণপত্র দেন।
আসাদুজ্জামান বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা বিএনপির সম্মেলনে আসার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন। তিনি বলেন, ১৯ মার্চ ভারত ও বাংলাদেশের মধ্যকার একটি প্রকল্পের অনুষ্ঠান আছে। অনুষ্ঠান শেষে সম্ভব হলে তিনি আসার চেষ্টা করবেন।
রিপন আরও জানান, হর্ষ বর্ধন শ্রিংলা তাকে বলেছেন, তিনি বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাতের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন।
১৬ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস