নিউজ ডেস্ক : বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ চার আসামির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড মামলা বাতিল চেয়ে চার আবেদনের প্রেক্ষিতে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্টের বেঞ্চ বুধবার এই রায় দেয়।
এই রায়ের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকলো না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।
সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের অভিযোগে এ মামলায় অপর তিন আবেদনকারী হলেন- চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল।
১৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস