বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০২:২৭:২৩

নিজামীর সাথে দেখা করছেন ছেলে ও আইনজীবীরা

নিজামীর সাথে দেখা করছেন ছেলে ও আইনজীবীরা

নিউজ ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার ছেলে ও আইনজীবীরা। ধারণা করা হচ্চে, আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদনের বিষয়ে নিজামীর নির্দেশনা নেবেন তারা।

বুধবার দুপুর একটার দিকে কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারাফটকে আসেন মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান এবং মশিউল আলমসহ কয়েকজন আইনজীবী। পরে তারা কারাগারের ভেতরে ঢোকেন।  

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর সোয়া ১টার দিকে মাওলানা নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও তার আইনজীবী মশিউল আলমসহ আরো কয়েকজন তার সঙ্গে দেখা করতে আবেদন জানান। আমরা সে আবেদন মঞ্জুর করলে দেড়টায় কারাগারের ভেতরে ঢুকেছেন তারা।

সকালে মৃত্যু পরোয়ানা শোনার সময়ই নিজামী কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের রিভিউ চেয়ে আবেদন করবেন।

সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাল কাপড়ে মোড়ানো নিজামীর মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি এসে পৌঁছায়। পরে সকাল ১০টা ০৫ মিনিটে কনডেম সেলে গিয়ে তাকে পরোয়ানা ও রায় পড়ে শোনান কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসিরউদ্দিন।

এ সময় মতিউর রহমান নিজামী জেল সুপারকে জানান, তার আইনজীবীদের সঙ্গে কথা বলে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে