বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০২:৫১:৪৩

আতিউরের পদত্যাগ নিয়ে এমাজউদ্দীনের ভিন্নসুর

আতিউরের পদত্যাগ নিয়ে এমাজউদ্দীনের ভিন্নসুর

নিউজ ডেস্ক : মার্কিন ব্যাংকে অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে ব্যক্তি নিয়োগ দিয়েছেন, সেই কর্তার কাছেই পদত্যাগপত্র জামা দেয়ার নিয়ম। কিন্তু গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। যার ফলে পদত্যাগপত্র জমা দেয়ার সময় গভর্নরের চোখে অশ্রু ছিল, এ কথা আমি শুনেছি।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বিএনপির জাতীয় কাউন্সিল এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন কের ধানের শীষ সমর্থক ফোরাম।

অর্থ লোপাটের ঘটনায় তদন্ত কমিটি না করে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, সুতরাং গভর্নরের পদত্যাগ করা উচিত হয়নি। বরং তার উচিত ছিল প্রকৃত দোষীদের শনাক্ত করা এবং টাকা উদ্ধার করা।

এমাজউদ্দীন বলেন, বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে ৮ শত কোটি টাকা চুরি হয়েছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই অর্থের পরিমান আরো অনেক বেশি। ফলে জনগণকে প্রকৃত ঘটনা থেকে ক্ষমতাসীনরা আড়ালে রাখতে চাচ্ছে।

বিএনপির জাতীয় কাউন্সিলে প্রসঙ্গে তিনি বলেন, কিভাবে দলকে সাংগঠনিকভাবে আরো বেশী শক্তিশালী করা যায়, এই বিষয় নিয়েই মূলত আলোচনা হচ্ছে। আর এই লক্ষ্যেই কাউন্সিল করা হচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ব্যারিষ্টার পারভেজ আহমেদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে