নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাটের ঘটনার ৪০ দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে ‘রহস্যজনক’ হিসেবে দেখছে বিএনপি। দলটির দাবি, টাকা চুরির ঘটনায় ক্ষমতাসীন গোষ্ঠীর উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যে জড়িত, তা জাতির কাছে একেবারেই সুস্পষ্ট। ‘প্রকৃত অপরাধীদের’ আড়াল করার জন্য এটা করা হয়েছে।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও দুজন ডেপুটি গভর্নরের অপসারণের মধ্য দিয়ে নেপথ্যের গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না।
রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা বাতাসে মিলিয়ে যাওয়ার মতো ঘটনা দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। একই সময়ে তিতাস গ্যাসের ৩১০০ কোটি টাকা লোপাটের মতো চাঞ্চল্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, সারাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে তারা জনগণের টাকা আত্মসাৎ করে রাখছে যাতে পালানোর মতো অবস্থার সৃষ্টি হলে এই টাকাগুলো কাজে লাগানো যায়।
বিএনপি নেতা রিজভী বলেন, লুটপাটকারীদের দুঃশাসনের কবল থেকে দেশ মুক্ত না হলে অচিরেই দুর্ভিক্ষের কবলে পড়বে। এই ভয়াবহ নৈরাজ্যময় পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় ভোটারবিহীন সরকারকে ক্ষমতা ত্যাগ করে বিদায় নিতে বাধ্য করা।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সহ সম্পাদক আব্দুস সালাম আজাদ, দপ্তর সহ সম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ ছিলেন।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস