নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগের পর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত করা হয়েছে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য মো. ইউনুসুর রহমানকে। নতুন সচিব হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এ রদবদল করা হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নরের পদত্যাগের সঙ্গে ব্যাংকিং সচিবকেও সরানো হলো।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের বিদায়টা হৃদয়বিদারক। তার বিদায়ে চোখের জল ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায়ী গভর্নর ড. আতিউরের পদত্যাগপত্র গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম