নিউজ ডেস্ক : জাতীয় কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে ভেঙে যাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 'সমঝোতা প্রস্তাবের' প্রেক্ষিতে অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া একটি শর্ত দিয়েছেন।
তিনি বলেছেন, আমাদেরকে আহ্বান করল আর আমরা চলে গেলাম এমন তো নয়। তারা আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা তা রাখতে পারিনি। তবে শর্ত মানলে ঐক্য হতে পারে।
গত ১২ মার্চ পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করে জাসদের দুইটি অংশ। এর একটি অংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পদক শিরিন আখতার। অপর অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। বিদ্রোহী আম্বিয়াদের সাথে রয়েছেন মঈন উদ্দীন খান বাদলও।
পরদিন এক সংবাদ সম্মেলনে বিদ্রোহীদের দলে ফিরে আসার আহ্বান জানান হাসানুল হক ইনু। এর জবাবে ফেরার জন্য শিরিন আখতারদের নির্বাচিত ঘেষণার ভোট বাতিল করে নতুন করে কাউন্সিল অধিবেশন ডাকার শর্ত দিয়েঝেন নুরুল আম্বিয়া।
বুধবার তিনি বলেন, দলের অনেক সিনিয়র নেতা আমাদের ঐক্যের কথা বলেছেন। হ্যাঁ, আমরাও ঐক চাই তবে ঐক্য করতে হলে পূর্বের অধিবেশন বাতিল করে নতুন অধিবেশন ডাকতে হবে।
তিনি আরো বলেন, নতুন করে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে হবে। তাহলেই কেবল আমরা দলের সাথে ঐক্য করতে পারি।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেছেন, সংবাদ সম্মেলনের পাশাপাশি নেতাদের মাধ্যমে তাদের দলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। তারা দলে না আসলে তো আর আমাদের কিছু করার নাই।
সাধারণ সম্পাদক পদে পুনঃভোটের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন করে অধিবেশন করতে হলে তো আলোচনা করতে হবে। আর এই আলোচনা আমরা কাদের সাথে করব?
শিরিন আখতার বলেন, তারা যে কমিটি দিয়েছে সেটা বাতিল করে আমাদের সাথে এসে বসুক। তখন আলোচনার মাধ্যমে নতুন অধিবেশন দরকার হলে অধিবেশন হবে, আবার ভোট হবে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস