নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য ফের নির্বাচিত হয়েছেন। কিন্তু কি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের? বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে এখন মহাসচিব পদে চমক রয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। অনেকের প্রশ্ন- তাহলে কি হবে মির্জা ফখরুলের?
অবশ্য সব ছাপিয়ে শেষমেষ পদটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই থাকছেন। বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হতে যাচ্ছেন তিনি। বিএনপির একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিএনপির মহাসচিব পদ উত্থাপন করা হবে। কাউন্সিলরদের মতামত নিয়েই মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাখা হবে। দলীয় প্রধানের মৌন সমর্থনের বিপক্ষে কারো যাওয়ার রাস্তা নেই।
জানা গেছে, এজন্য ১৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মির্জা ফখরুলই বিএনপির মহাসচিবের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন শুধু ঘোষণার পালা। কাউন্সিলের মধ্যদিয়েই তিনি নির্বাচিত হবেন।
বিএনপির বর্ষীয়ান মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়৷ ২০১০ সালের ১৬ মার্চ খোন্দকার দেলোয়ার হোসেন মারা যান।
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেয়ার পর সাতবার জেলে যেতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তার বিরুদ্ধে রয়েছে ৮৪ মামলা। ৩৫টি মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও গ্রহণ করা হয়েছে। দফায় দফায় কারাভোগ করার পর বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত তিনি।
এদিকে বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বরে। দীর্ঘ ৯ বছর পর ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম