ঢাকা : আসন্ন বিএনপির জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে এ সময় দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, যুবদল নেতা সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৬ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই