বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৭:৪৭:০৮

বাড়িওয়ালা-ভাড়াটিয়ারা সময় পেলেন পুরো মাস

 বাড়িওয়ালা-ভাড়াটিয়ারা সময় পেলেন পুরো মাস

ঢাকা : ঢাকা শহরে বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের তথ্য-সম্মলিত ফরম থানায় জমা দেয়ার জন্য সময় বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ।  এ তথ্য সম্মলিত ফরম থানায় জমা দেবার সময় প্রথমে নির্ধারণ করা হয়েছিল ১৫ মার্চ পর্যন্ত ।

 
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, পুলিশের বেঁধে দেয়া সময়সীমা আরো দু'সপ্তাহ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
 
এ তথ্য  সংগ্রহের বিরোধিতা করে এক আইনজীবী আদালতের দ্বারস্থও হয়েছিলেন।  যদিও আদালত তার সেই আবেদন নাকচ করে দিয়েছে।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, সময়সীমা শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত অধিকাংশ বাড়ির তথ্য সংগৃহিত হয়েছে।
 
 পুলিশের তরফে বারবারই বলা হচ্ছে, ঘনঘন ঠিকানা পরিবর্তন করে কেউ যাতে গোপনে জঙ্গি তৎপরতাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্যই নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে