ঢাকা : গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ড. আতিউর রহমান। আজ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. আবু ইউসুফ।
২০০৬ সালে এই বিভাগে অধ্যাপনা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী ড. আতিউর। তিন বছর পর ডেপুটেশনে গিয়ে গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ডলার লোপাটের ঘটনাটি চেপে রেখে সমালোচনায় পড়েন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে আসেন তিনি।
মেয়াদ শেষের কয়েক মাস আগে পদত্যাগপত্র জমা দেয়ার পর শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন ড. আতিউর। অধ্যাপক হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগে যোগ দেয়ার আগে নিজের গড়া প্রতিষ্ঠান ‘সমুন্নয়’ চালাচ্ছিলেন তিনি।
এর আগে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে (বিআইডিএস) রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন তিনি। ১৯৮৩ সালে বিআইডিএসে যোগ দেয়ার আগে ছাত্রাবস্থায়ই ১৯৭৫ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে প্ল্যানিং অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ড. আতিউর রহমান।
ড. আতিউরের জন্ম ১৯৪৯ সালের ২৮ নভেম্বর জামালপুর জেলায়। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি নেন তিনি।
পিএইচডি ডিগ্রি পান ১৯৮৩ সালে৷ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ বিপ্লব নিয়ে তার অনেক গবেষণামূলক লেখা রয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর ২০০৯ সালে ড. আতিউরকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেয়া হয়।
এরপর ২০১৬ সালের ২ অাগস্ট পর্যন্ত তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে রিজার্ভ চুরির ঘটনায় পদত্যাগ করেন তিনি।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম