বুধবার, ১৬ মার্চ, ২০১৬, ০৮:৫৩:২০

তথ্য-প্রযুক্তিতে এগিয়ে, তাই হ্যাকারদের টার্গেট এখন বাংলাদেশ : জয়

তথ্য-প্রযুক্তিতে এগিয়ে, তাই হ্যাকারদের টার্গেট এখন বাংলাদেশ :  জয়

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্য-প্রযুক্তিতে এগিয়ে বাংলাদেশ, তাই হ্যাকারদের অন্যতম টার্গেট বাংলাদেশ।  
 

জার্মানির হ্যানোভার সিটিতে আয়োজিত সিবিট মেলায় প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে দেয়া বক্তব্যে গতকাল মঙ্গলবার সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

জয় বলেন, হ্যাকারদের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ।  এর কারণ ডিজিটালাইজেশন।  সরকার এ বিষয়গুলোকে মাথায় রেখেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকার স্বল্প সময়ে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রযুক্তি সেবা পৌঁছে দিয়েছে।  যার সুফল গ্রামের মানুষ ঘরে বসে ভোগ করছে।  হাইটেক পার্ক নির্মাণের মাধ্যমে প্রযুক্তি দক্ষ প্রজন্ম তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।

ইউরোপীয় বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে জয় বলেন, গত সাত বছরে দেশে তথ্য-প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এ খাতকে ঈর্ষণীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।  উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার সহজ শর্তে ঋণসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে।  

এরই মধ্যে সরকার বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে তৃনমূল পর্যায়ে ৩০ হাজারের মত নারী উদ্যোক্তা তৈরি করেছে বলে জানান তিনি।  এ প্রক্রিয়া অব্যাহতভাবে চলছে।

সজীব ওয়াজেদ জয় বলেন, এরই রমধ্যে সরকার মেট্রোরেল, গভীর সমুদ্রবন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ডিজিটাল আইল্যান্ড, টায়ার ফোর দাতা সেন্টার এবং ইন্টারনেট ফোর জি'র সকল প্রস্তুতি শেষ করে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ডিজিটাল অর্থনীতির সংক্ষিপ্ত রূপ ‘ডিকোনমি’ শব্দটিকে মূল বিষয় ধরে জার্মানির হ্যানোভার শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তি মেলা সিবিট-২০১৬।  পাঁচদিনব্যাপী এ মেলা শুরু হয়েছে ১৪ মার্চ।  শেষ হবে ১৮ মার্চ।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে