সিদ্ধার্থ সিধু : যার জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। যার জন্ম না হলে সৃষ্টি হতো ১,৪৭, ৫৭০ বর্গকিলোমিটারের লাল-সবুজের স্বাধীন ভূখণ্ডের। যার জন্ম না হলে, গাইতে পারতাম না ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। সেই বিশ্বজয়ী ধণ্য পুরুষ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবব রহমানের ৯৭ তম জন্মদিন আজ।
সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসাবেও উদযাপিত হইতেছে মহা সমারোহে। ১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বড় হয়ে এই সাহসী ছেলেটিই বাঙালি জাতিকে পাকিস্তানের নব্য ঔপনিবেশিক ও দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত করেন। হাজার বত্সরের আরাধ্য ও প্রত্যাশিত স্বাধীন-সার্বভৌম ও অসামপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অবিস্মরণীয়। তার আজীবন ত্যাগ ও তিতিক্ষার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা ঊঁচু করে দাঁড়াতে পেরেছি। তাই বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে তাকে স্মরণ করতে থাকবে।
১৭ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস