নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় রাজকোষের বিপুল অর্থ লোপাটের বিষয়ে এবং দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রয়া জানান নতুন গভর্নর।
ফজলে কবির বলেছেন, অর্থ চুরির পুরো ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে আমার প্রথম কাজ। রিজার্ভ চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধ ও বাংলাদেশ ব্যাংকের সংকট সমাধানেরও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রিজার্ভ চুরি কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন গভর্নর ড. আতিউর রহমান। ওইদিনই দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সাবেক অর্থসচিব ফজলে কবিরকে গভর্নর করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের ফজলে কবির বলেন, সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব।
তিনি বিমানবন্দর থেকে সোজা ধানমন্ডি ৩২ নম্বরের যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা তখন সেখানেই ছিলেন।
বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তাকে চার বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৫৫ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ফজলে কবির। তার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল গ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করা ফজলে কবিরের কর্মজীবন শুরু হয় ১৯৮০ রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে। এর তিন বছরের মাথায় প্রশাসনে যোগ দেন তিনি।
২০১২ সালে অর্থ সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন তিনি। ফজলে কবিরের স্ত্রী মাহমুদা শারমিন বেনু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস