নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ও সন্দেহের উর্ধ্বে নয় বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান পদত্যগ করার পর বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সুরঞ্জিত এসব কথা বলেন।
এ ছাড়া ব্যর্থতার দায়ে ওএসডি করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে। অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরো দুই ডেপুটি গভর্নরকেও।
সুরঞ্জিত বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত শুরু করেছে সিআইডি এবং সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি আলাদা তদন্ত কমিটিও।
১৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস