নিউজ ডেস্ক : খোঁজ নেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভির হাসান জোহার। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার দিবাগত রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠেছে, তিনি আইসিটি বিভাগের কোনো কর্মকর্তাও নয়। তাহলে নিখোঁজ থাকার রহস্য কি?
ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার ফারুফ হোসেন সরদার গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমে তানভির হাসান জোহার নিখোঁজের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে তার পরিবার থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় জোহার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কতিপয় কর্মকর্তা জড়িত বলে মন্তব্য ওঠে। এর প্রেক্ষিতে আইসিটি বিভাগ থেকে একটি প্রেস নোট দেয়া হয়।
প্রেস নোটে উল্লেখ করা হয়, জোহা আইসিটি বিভাগের কোনো কর্মকর্তা নয়। এমন কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের বিষয়টি তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়নি।
ধারণা করা হচ্ছে, এরই জের ধরে হয়তো জোহার খুঁজে পাওয়া যাচ্ছে না।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম