ঢাকা : যেকোনো স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা করছে গোয়েন্দারা। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে সব স্থাপনার নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে ডিএমপি হেড কোয়ার্টার। এজন্য মহড়াও চলছে।
রাজধানীতে জঙ্গিদের সাম্প্রতিক নাশকতা প্রস্ততি, মহল বিশেষের অপতৎপরতা এবং বিভিন্ন সংস্থার দেয়া তথ্যে পুলিশের বিভিন্ন স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়াতে পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্সগুলোতে হঠাৎ হঠাৎ মহড়া চলছে।
সব সময় সতর্ক থাকতেও বলা হয়েছে পুলিশকে। ঢাকা মোট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে তা থেকে মনে করছি, নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করার বিষয় না। এজন্য পুলিশ স্থাপনার নিরাপত্তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম