নিউজ ডেস্ক : আশা পূরণ হলো বিএনপির। অবশেষে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারেরও অনুমতি পেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
১৯ মার্চ বিএনপি কাউন্সিল করতে গত ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুমতি পায় বিএনপি। পাশাপাশি তারা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল।
জানা গেছে, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন ছাড়াও এর সামনের প্রাঙ্গণ, পূর্ব দিকের সামনের সড়ক, সেমিনার হল, পেছনের মাঠ অর্থাৎ নতুন ভবনের সামনের মাঠও বরাদ্দ দেয়া হয়েছে।
ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু টেনিস মাঠটি ছাড়া আশপাশের পুরো জায়গাই ব্যবহার করতে পারবে বিএনপি।
কাউন্সিলের তিনটি ভেন্যুর একটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের অনুমতি পাওয়ায় বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিয়েছিল। পরে আবার সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি চয়ে আবেদন করে দলটি।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম