নিউজ ডেস্ক : তথ্য-প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার সন্ধান চেয়েছেন তার স্ত্রী ডা. কামরুন নাহার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগানের বাসায় সাংবাদিকদের কাছে এ দাবি জানান তিনি
ডা. কামরুন নাহার বলেন, জোহা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের জন্য কাজ করে। প্রশাসনের পক্ষ থেকে তার কাছে তথ্য-প্রযুক্তি বিষয়ে যখনই সহযোগিতা চাওয়া হয়েছে, সে তখনই সার্বিকভাবে সহযোগিতা করেছে।
জোহা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন, সেজন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
জোহার স্ত্রী ডা. কামরুন নাহার বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জোহার সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়। জোহা তাকে জানিয়েছিলেন, সিএনজিচালিত অটোরিকশায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছেন। ওই সময় তিনি ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী কচুক্ষেত এলাকায় অবস্থান করছিলেন বলে জানান।
তিনি জানান, জোহার সঙ্গে থাকা বন্ধুর নাম ইয়ামির আহমেদ। রাত দেড়টার দিকে ওই বন্ধু তাদের ফোনে জানান, জোহা অপহৃত হয়েছেন। এরপরই তারা কলাবাগান থানায় যান। জোহার অপহৃত হওয়ার বিষয়টি অবহিত করে সাধারণ ডায়েরি করতে। কিন্তু থানা কর্তৃপক্ষ তাদের জানায়, তিনি সর্বশেষ কচুক্ষেত এলাকা থেকে কথা বলার কারণে কাফরুল থানায় সাধারণ ডায়েরি করতে বলে।
বৃহস্পতিবার সকালে জোহার চাচা মাহবুবুল আলম সাধারণ ডায়েরি করতে কাফরুল থানায় যান। কাফরুল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জানান, এটি ক্যান্টনমেন্ট থানা এলাকায় পড়েছে।
পরে সেখান থেকে ক্যান্টমেন্ট থানায় যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাস্থল ভাষানটেক থানায় পড়েছে। পরে ওই থানায়ও যোগাযোগ করেন মাহবুবুল আলম। সেখান থেকেও বলা হয়, ঘটনাস্থল তাদের এলাকায় পড়েনি।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম