ঢাকা : বিএনপির কাউন্সিলে অংশ নিতে বিদেশি অতিথিদের আগমন শুরু হয়েছে। বিএনপির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ এমপি সায়মন ড্যানজাক।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেন তিনি। বিমাবন্দরে তাকে অভ্যর্ত্থনা জানান বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, কাউন্সিলে বিদেশি অতিথির আগমন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অতিথি আসবেন বলে জানান তিনি।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম