শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৯:০৯:২৬

আগুন নেভাতে নিজেই নেমে পড়লেন মেয়র আনিসুল

আগুন নেভাতে নিজেই নেমে পড়লেন মেয়র আনিসুল

নিউজ ডেস্ক : এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখনো ওই বাড়ির ছাদে অন্তত ২৫ জন লোক আটকা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে আসেন মেয়র আনিসুল হক। এসেই তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে নেমে পড়েন।

এসময় আটকা প‍ড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য পাশের দু'টি বিল্ডিং এর ছাদে ওঠার পর পিছনের ভবনের ছাদেও উঠেন মেয়র আনিসুল। সেখান থেকে আটকা পড়াদের মানুষদের ক্রমাগত হ্যান্ড মাইকে সাহস দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণ আনতে নিজেই পানি ছেটানোর কাজ করেছেন। একজন ফায়ার সার্ভিস কর্মীর মতো দায়িত্ব পালঞ্জ করেছেন। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও ভবনের ভেতরে ঢুকে পড়েন আর আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করেন।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে