নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপর জাতীয় কাউন্সিল আগামীকাল শনিবার। দীর্ঘদিন পর এই কাউন্সিল হওয়া নেতা-কর্মী ও কাউন্সিলরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সব সময় নেতা-কর্মীদের ভিড় লেগেই থাকছে।
কেন্দ্রীয় নেতাদের সথে রয়েছেন বিপুল সংখ্যক তৃণমূলের নেতাকর্মী। তাদের সাথে যোগ হচ্ছেন বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ঘরে আসছেন কেন্দ্রীয় কার্যালয়। ফলে পাঁচতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিটি তলায় এখন লোক গিজগিজ করছে, যেন তিল ধারণের ঠাঁই নেই।
এ ছাড়া কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিল সফলে দলের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন নেতা ও কার্যালয়ের স্টাফরাও। সব মিলিয়ে কার্যালয়টি এখন চাঁদের হাটে পরিণত হয়েছে।
জাতীয় কাউন্সিল উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারা দেশের নেতা-কর্মীরা তাকিয়ে আছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
এরপর থেকে নিচতলায় ছোট পর্দা ও সাউন্ডবক্সের মাধ্যমে কাউন্সিলকে নিয়ে বিভিন্ন ভিডিও গান প্রচার করা হচ্ছে। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, পথচারী ও উৎসুক জনতা তা দেখছেন।
কাউন্সিলের দিন ঘনিয়ে আসায় গত কয়েকদিন ধরে কার্যালয়ে দলের মধ্যম সারির নেতাদের পাশাপাশি আসছেন সাবেক অনেক ছাত্রনেতা। ঘুরে-ফিরে এসব নেতাদের সকাল থেকে রাত পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে। মাঝে-মধ্যে দলের প্রথম সারির নেতারাও আসছেন। তবে তাদের সংখ্যা খুবই কম।
ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীরা কাউন্সিলর-ডেলিগেটস কার্ডের জন্য নিজেদের নাম তালিকাভুক্তিকরণ ও কার্ড সংগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। কেউ কেউ আবার কাঙ্ক্ষিত পদ পেতে শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন। কেউ বা স্রেফ জাতীয় কাউন্সিলের মহাকর্মযজ্ঞ দেখার জন্য হাজির হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
মাসিক চাঁদা পরিশোধ করে সংগ্রহ করছেন এ কাউন্সিলর কার্ড। গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত একাধারে কাজ করে যাচ্ছে কাউন্সিল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিএনপি বিভিন্ন উপ-কমিটি।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস