নিউজ ডেস্ক : প্রথম ধাপে আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে। ভোটের জন্য জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে পৌঁছেছে ব্যালট পেপার। শুক্রবার সকালে রাজধানীর পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।
নির্বাচন কমিশনের উপ-সচিব রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন, দেশের ৩৬ জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী সরবরাহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা ব্যালট পেপার বুঝে নিয়েছেন বলে জানান তিনি।
ভোটের আগের দিন জেলা পর্যায় থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে। ভোট উপলক্ষে রোববার নির্বাচনী এলাকায় নামবে আইন শৃঙ্খলাবাহিনী।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস