ঢাকা : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মারামারির ঘটনা ঘটেছে। কাউন্সিলের কার্ড-ফিতা বিক্রিকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে।
এ ঘটনা ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে। এ কথা গণমাধ্যমকে জানান পল্টন থানার ডিউটি অফিসার এসআই ওমর ফারুক।
তিনি জানান, কাউন্সিলকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জড় হতে থাকে দলীয় নেতাকর্মীরা। এসময় কাউন্সিলের কার্ড ও ফিতা বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীরা জানান, মারামারির ঘটনায় কার্যালয়ে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম