শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৩:২২:২৭

এফবিআই'র সাথে বসছে সিআইডি

এফবিআই'র সাথে বসছে সিআইডি

নিউজ ডেস্ক : মার্কিন রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্ধ চুরির ঘটনা তদন্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই-র রবিবার বৈঠক বসছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার এ কথা নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি।

এর আগে এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার এফবিআইয়ের সঙ্গে তারা বৈঠক করবেন। তবে সেদিন কার্যদিবস না হওয়ায় শিডিউল পরিবর্তন করে রবিবার বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে এফবিআইয়ের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি এজেন্ডার পাশাপাশি টাকা ফেরতের বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ৪০ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত মঙ্গলবার মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়।

মতিঝিল থানার ১৫ নম্বর মামলাটির তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরুর পরই বুধবার সিআইডির একটি তদন্ত দল দিনভর বাংলাদেশ ব্যাংকে গিয়ে সেখানকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

পাশাপাশি আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেয়।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে