নিউজ : এবার চমক দেখাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবে সায় দিয়েছেন তিনি। এতে অনুমোদন দিয়েছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন স্থায়ী কমিটি।
বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদিত হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত পৌনে ১টায়।
বৈঠক শুরু হওয়ার১৫ মিনিটের মাথায় বেরিয়ে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দলের গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন প্রস্তাবে স্থায়ী কমিটি অনুমোদন দিয়েছে। তবে গঠনতন্ত্রে কী কী সংশোধন আসছে তা বলেননি তিনি।
বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বর্তমানে যা রয়েছে তা-ই রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-মহাসচিব পদের সংখ্যাও বাড়ছে না। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ‘কো-চেয়ারম্যান’ করার যে আলোচনা চলছিল সেটিও বাস্তবায়িত হচ্ছে না।
তবে বিএনপির একটি গবেষণা সেল তৈরি হবে, যা গঠনতন্ত্রে যুক্ত করা হবে। একইসঙ্গে ক্ষুদ্র ঋণ বিষয়ক নতুন একটি পদ তৈরি করা হবে।
সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির কাউন্সিল উদ্বোধন করবেন বেগম খালেদা জিয়া। কাউন্সিলে দেশি-বিদেশি অতিথিরা থাকছেন। এবারের কাউন্সিলে বিএনপির স্লোগান হচ্ছে- ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম