শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ০৬:২৪:০৪

এবারের আন্দোলন সফল হবে : রিজভী

এবারের  আন্দোলন সফল হবে : রিজভী

ঢাকা : কাউন্সিলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন আরো জোরদার হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একইসঙ্গে সরকার কোনো হস্তক্ষেপ না করলে কাউন্সিলে কোনো বাধা আসবে না বলেও বিশ্বাস দলটির।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এবারের কাউন্সিলের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবে।  এ কাউন্সিলের মধ্যদিয়ে বিএনপি আরো এক ধাপ শক্তিশালী হয়ে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সর্বস্তরের জনতা আগামী দিনের দেশ রক্ষার গণতান্ত্রিক আন্দোলনে সাড়া দেবেন।  ফলে সে আন্দোলন সফল হবে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা রক্ষার আন্দোলন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে সারা দেশে দলটির নেতাকর্মী ও কোটি কোটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  কাউন্সিলের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে।  সব মিলিয়ে শনিবারের জাতীয় সম্মেলন ও কাউন্সিল একটি যুগান্তকারী রাজনৈতিক ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে।

রিজভী জানান, কাউন্সিলকে কেন্দ্র করে সারাদেশে আট থেকে নয় হাজার ডেলিগেটস কার্ড বিতরণ করা হয়েছে।  কাউন্সিলর ও ডেলিগেটসরা এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন।  বিভিন্ন জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিট থেকে আগত নেতারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডেলিগেটস ও কাউন্সিলর কার্ড সংগ্রহ করেছেন।  এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কাউন্সিলরদের সংখ্যা কত হবে তা সন্ধ্যার মধ্যে জানাতে পারব। তবে আমাদের কাউন্সিলের সংখ্যা প্রায় ৩ হাজারের মতো হবে।  কাউন্সিল সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিএনপির এ যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন সুলতানা, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার প্রমুখ।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে