নিউজ ডেস্ক : বিএনপির কাউন্সিলে যোগ দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন প্রতিনিধি দল যোগ দিচ্ছে না। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।
গত বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। এরপরই আলোচনায় আসে বিষয়টি।
গত বারের বিএনপি আর এবারের বিএনপিকে একভাবে দেখছে না ক্ষমতাসীনরা। নেতারা বলেছেন, গত বারে বিএনপি ছিল রাজনৈতিক দল। এবার তারা রাজনৈতিক সংগঠন নয়, সন্ত্রাসী দল হিসেবে দেখছেন তারা। তাই বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের পক্ষের কোনো প্রতিনিধি পাঠাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস