নিউজ ডেস্ক : বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোয়েন্দাদের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে রয়েছে পুলিশ।
সকাল থেকে শাহবাগ, রমনা, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। এ ছাড়া, র্যাবের পেট্রোল টিম ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার জানান, বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস