শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১২:০৮:৩৯

কাউন্সিলে চমক ৪ বিদেশী অতিথি

কাউন্সিলে চমক ৪ বিদেশী অতিথি

নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিয়েছেন বিদেশি অতিথি, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এছাড়া যারা যোগ দিতে পারেননি, তাদের শুভেচ্ছা বক্তব্য ভিডিওবার্তার মাধ্যমে সম্প্রচার করা হয়।

শনিবার পৌনে ১১টায় কাউন্সিল উদ্বোধন করার হলেও সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন বিদেশি অতিথি এবং ঢাকায় কর্মরত কূটনীতিকরা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪ বিদেশী অতিথি। তবে প্রতিবেশী দেশ ভারত ও চীন থেকে কতজন অতিথি যোগ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ঢাকায় বিভিন্ন দূতাবাসে নিযুক্ত সর্বাধিক সংখ্যক বিদেশী কূটনীতিক কাউন্সিলে অংশ নিয়েছে।

চার বিদেশী অতিথির মধ্যে দু’জন হলেন বৃটিশ এমপি। তারা হলেন- বৃটিশ স্বতন্ত্র এমপি মি. সায়মন ড্যানজাক এং বলিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি ফিলিপ বেনিয়ন।

বাকি দুজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো সিটির অলডারম্যান মি. যোসেফ মোর ও ডেমোক্রেটির পার্টির নেতা বারবারা মোর। তারা দু’জনই রাতে ঢাকায় পৌঁছান।

ভারত কিংবা চীন থেকে কোন অতিথি আসবেন কিনা জানতে চাইলে কাউন্সিল প্রস্তুতির আন্তর্জাতিক উপকমিটির আহ্বায়ক শফিক রেহমান বলেন, সময়মতো কাউন্সিলের ভেন্যুর অনুমতি না পাওয়ায় বিদেশী অতিথিদের যথাসময়ে আমন্ত্রণ জানাতে পারিনি। সময় স্বল্পতার জন্য অনেক অতিথি আসতে পারেননি বলে আমাদের কাছে দুঃখপ্রকাশ করেছেন।

৬ বৃটিশ এমপির ভিসা না পাওয়ার বিষয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, এই বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে