শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ১২:২৮:২১

কাউন্সিল ঘিরে রমনায় জনসমুদ্র

কাউন্সিল ঘিরে রমনায় জনসমুদ্র

নিউজ ডেস্ক : ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল চলছে। কাউন্সিল ঘিরে রাজধানীর রমনা এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোর থেকেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে শাহবাগ  থেকে মৎস্য ভবন এলাকা প্রকম্পিত করে রেখেছেন।

শনিবার সাড়ে ১০ টা ৫০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের উদ্বোধন করেন খালেদা জিয়া। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পশ্চিম পাশে স্থাপিত দলীয় পতাকা উত্তোলন করেন।

এর আগে সকাল থেকে রাজধানীসহ সারাদেশ থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসতে থাকেন।  হাতে হাতে ব্যানার-ফেস্টুনসহ দলের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলস্থলে জড়ো হয়ে কাউন্সিল সফল করার স্লোগান দেন। পুরো কাউন্সিল এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে।

কাউন্সিল উপলক্ষে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের শুভেচ্ছাসহ ব্যানার, পোস্টার দেখা যচ্ছে। দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মত্স্যজীবী দল, জাসাসও আলাদা স্লোগানে পোস্টার প্রকাশ করে সারা ঢাকায় সেঁটেছে।

মূল ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। জাতীয় পতাকার লাল-সবুজ রং-কে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে পুরো সন্মেলনস্থল। চারপাশে উঁচু ছাউনি দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। লাল সবুজে সেজেছে পুরো এলাকা। নানা রঙের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশপাশের এলাকা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের সমস্ত অত্যাচার নির্যাতন গুম খুন অপেক্ষা করে আপনারা দীর্ঘ ৬ বছর আন্দালন সংগ্রামে আমাদের সাথে থেকেছেন। আপনাদের কৃতজ্ঞাতা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি বলেন, হতাশ হওয়ার কারণ নেই।অন্ধকার কেটে যাচ্ছে, আলো দেখা যাচ্ছে।  কাউন্সিলের পর সেই আলোকে আপনাদের কেই ছিনিয়ে আনতে হবে।

 

দীর্ঘ যানজট: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিতে মিছিল নিয়ে আসা দলীয় নেতাকর্মীদের ভিড় ও তাদের বহনকারী যানবাহনের চাপে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব-পল্টন পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

এ যানজটের প্রভাব পড়েছে কাঁটাবন, এলিফেন্ট রোড এবং বাংলামটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত।

যানজটে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বরের সামনের ও সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশের পুরো রাস্তা স্থবির হয়ে আছে।

 

ফ্রি মেডিকেল টিম:
কাউন্সিল উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মূল ফটকের বাম পাশে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনা মূল্য চিকিৎসা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব।

কাউন্সিলে কেউ অসুস্থ্য হয়ে পড়লে তাকে তাৎক্ষণিভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ এস এস রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৬ টি অ্যাম্বুলেন্স রয়েছে। এখান নিয়োজিত আছেন ৫০ জন চিকিৎসক।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে