শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০১:০৫:৩৬

৩ মাসের পণ করেছেন ড. আতিউর

৩ মাসের পণ করেছেন ড. আতিউর

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘পণ করেছি- তিন মাস কোনো কথা বলব না।’ গভর্নর থাকাবস্থায় ড. আতিউর রহমানের বিভিন্ন ব্যর্থতার দিক তুলে ধরে শুক্রবার একটি জাতীয় দৈনিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাক্ষাৎকার প্রকাশিত হয়।

গতকাল রাতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্যবিদায়ী গভর্নর যুগান্তর প্রতিবেদককে তার এমন মনোভাবের কথা তুলে ধরেন। কেন্দ্রীয় ব্যাংকে অর্থ চুরির চাঞ্চল্যকর ঘটনায় মঙ্গলবার আতিউর রহমান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই। শতভাগ জড়িত। স্থানীয়দের ছাড়া এটা হতেই পারে না। ছয়জন লোকের হাতের ছাপ ও বায়োমেট্রিকস ফেডারেল রিজার্ভে আছে। নিয়ম হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়—এভাবে ষষ্ঠ ব্যক্তি পর্যন্ত নির্দিষ্ট প্লেটে হাত রাখার পর লেনদেনের আদেশ কার্যকর হবে।’

রিজার্ভ চুরির তথ্য গোপন করায় আতিউর রহমানের কড়া সমালোচনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘কী বলব। তিনি সংকটটির গভীরতাই বুঝতে পারেননি। আমার মনে হয়, তিনি চিন্তাই করতে পারেননি যে এটা একটা বড় ঘটনা। খবর পেয়েও তিনি দেশের বাইরে বাইরে ঘুরেছেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকে তার (আতিউর রহমানের) অবদান প্রায় শূন্য (অলমোস্ট জিরো)। তিনি খালি পৃথিবী ঘুরে বেড়িয়েছেন আর লোকজনকে অনুরোধ করেছেন বক্তৃতা দেওয়ার জন্য তাকে সুযোগ দিতে ও দাওয়াত দিতে। এখন বেরোচ্ছে এগুলো।’
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে