শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৩:৩০:১৭

শেখ মুজিবের পরে জিয়ার নাম স্মরণ করলেন খালেদা

শেখ মুজিবের পরে জিয়ার নাম স্মরণ করলেন খালেদা

নিউজ ডেস্ক : বিএনপির প্রস্তিষ্ঠাতা ও স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে স্মরণ করলেন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে দেয়া বক্তব্যে শুরুতে প্রথমে ভাষা শহীদ এবং পরে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাকারী ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর অবদানের কথা স্মরণ করেন খালেদা জিয়া।

এরপরই তিনি শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিব রহমানের নাম উচ্চারণ করে স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অবশ্য তিনি শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে ‘বঙ্গবন্ধু’ যোগ করেননি। এরপর তিনি স্মরণ করেন বীরোত্তম জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের। এসময় দলের চেয়ারপারসন হিসেবে আস্থা ও অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান খালেদা জিয়া।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে