নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রতিবেশি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কোন প্রতিনিধি অংশ না নিলেও ভিডিও বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এতে বেশ উল্লাস প্রকাশ করতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।
শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাউন্সিল উদ্বোধন করার পর স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের কিছুক্ষণ পর পর্দায় বিজেপির ভিডিও বার্তাটি দেখানো হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।
এছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক দলের পাঠানো অভিনন্দন বার্তা, চিঠি, ই-মেইলের কথাও উল্লেখ করা হয়। এসব অভিনন্দন বার্তাকে বিএনপি নেতারা নিজেদের প্রতি সমর্থন বলে উল্লেখ করেন।
এরপর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জিয়াউর রহমানের নামে যে হাইওয়ে করা হয়েছে তার উপর নির্মিত ডকুমেন্টারি দেখানো হয়।
কাউন্সিলে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যসহ বেশ ক’জন বিদেশি অতিথি অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন সুশীল সমাজের সদস্যরাও। আছেন ২০ দলীয় জোটের নেতারাও।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস