শনিবার, ১৯ মার্চ, ২০১৬, ০৬:৩৬:১৯

কাঁদলেন খালেদা জিয়া

কাঁদলেন খালেদা জিয়া

ঢাকা : আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখার এক পর্যায়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কথা স্বরণ করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মা বেগম খালেদি জিয়া। এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। রুমাল দিয়েও চোখ মুছতে দেখা যায় বেগম জিয়াকে।

দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বক্তব্য দেয়ার সময় এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিগত আন্দোলনে দলের নেতা-কর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়নের কথা বলতি গিয়ে বেগম জিয়া বলেন, ‘দেশজুড়ে বর্তমানে ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। অসংখ্য পরিবারে এখনো নিজেদের আপজন হারানোর কান্নার রোল থামেনি। এই সরকারের আমনে আমার নেতা-কর্মিরা শারীরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু ও চরম নির্যাতিত  হয়েছে। অনেকে হয়েছেন পরিবার ছাড়া। অনেক পরিবার রাস্তায় বসার মতো অবস্থা হয়েছে পড়েছে। তবে অচিরেই চরম দুঃখের দিন কেটে যাবে। কারণ,এই জুলুম ও অস্থিরতা বাংলাদেশের বহন করার মতো ক্ষমাত আর নেই।’

তিনি আরো বলেন, ‘সারা দেশে শুধু আমার নেতা-কর্মীরা নন, তাদের পাশাপাশি আমি নিজেও চরম দুঃখ-কষ্ট সয়ে এবং হামলা, অবরোধ, মিথ্যা মামলা মোকাবেলা করে আপনাদের মাঝেই রয়েছি এবং আগামী দিনেও থাকবো। এই জালিম সরকারের আমলে আমি নিজেই পরিবার ছাড়া হয়েছি। আমার ছোট ছেলে আরাফাত রহমান বিদেশের মাটিতে অকালে মৃত্যুবরণ করেছে। দীর্ঘ সাত বছর পরে সে আমার কাছে লাশ হয়ে ফিরেছে।’ এ কথা বলতে বলতে বেগম জিয়া আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

খালেদা জিয়া বলেন, ‘আমার বড় ছেলে তারেক রহমানকে কারাঘারে নিয়ে হত্যার চেষ্টা হয়েছিল। চরম নির্যাতনে কারণে এখন সে পঙ্গু হয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক যত দুঃখ-বেদনাকে বুকে চেপে দেশের মানুষের কল্যাণ এবং অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই কঠিন সংগ্রামে আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতাই আমার আগামীর পথ চলানর প্রেরণা।’
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে