ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছেন, ভবিষ্যতে যিদি কখনো সরকার গঠন করতে পারেন তাহলে ‘থ্রি জি’ নীতি অনুসারে দেশ পরিচালনা করবেন। থ্রি জি নীতি মানে হলো দলের সবার মাঝে-সুনীতি, শাসন ব্যবস্থার মাঝে-সুশাসন এবং সব ধরণের কর্মকাণ্ডের মাধ্যে সরকারের ভালো দিকগুলো তুলে ধরার ব্যবস্থা করে থ্রি জি সরকার গঠন করা হবে, বলছেন বেগম জিয়া।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সরকারের সব ধরনের নিষ্ঠুর আচরণ থেকে দেশের সাধারণ মানুষদেরকে মুক্ত করা হবে। প্রধানমন্ত্রীসহ সব ধরনের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। বাংলাদেশ জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষতে বিএনপি দুর্নীতির সঙ্গে কোনো আপষ করবে না। বিএনপি কোনো প্রকার দুর্নীতি করবে না এমনকি কাউকে কোনো দুর্নীতি করতেও দেবে না।
চেয়ারপারসনের বক্তব্য রাখার আগে সকালে জাতীয় পতাকা তুলে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পতাকা উত্তোলন করেন। এ ছাড়া বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন খালেদা জিয়া।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই