ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াও ব্যর্থ, তার কুপুত্র তারেক রহমানও ব্যর্থ। মানুষ মানুষের রাজনীতির নেতৃত্ব দেবে। জানোয়ার তো আর মানুষের রাজনীতির নেতৃত্ব দিতে পারে না! জানোয়ারের নেতৃত্বে মানুষ কি পাবে!’
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মন্ত্রী বিএনপি নেতৃত্বের সমালোচনা করে বলেন, ‘সারা দেশ থেকে যারা বিএনপির সম্মেলনে এসেছেন, তাদের সবাইকে আমি ‘অমানুষ’ বলে মনে করি না। তবে তাদের কাছে একটা প্রশ্ন রাখি। আর তা হলো- ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়। কিন্তু রাজনীতিবিদরা ভুল করলে লাখ লাখ মানুষ মারা যায়। তার প্রমাণ হচ্ছে হিটলার, লাদেন, আইএস, খালেদা জিয়া এবং অন্যান্যরা আর বাংলাদেশের বর্তমানের ‘লেডি লাদেন’ হলেন খালেদা জিয়া।’
মতিয়া চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর সমালোচনা করে বলেন, ‘বিকৃত-উন্মাদ রাজনীতির ধারক একজন দেশে, অন্যজন বিদেশে বসে আছেন। তারা দেশকে কি দেবেন! ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বিএনপি নেত্রী ব্যর্থ। তার কুপুত্র তারেকও ব্যর্থ। এই দুই জনের সম্মিলনেই একটি পার্টি। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, বিএমএ`র মহাসচিব ডা. ইকবাল আর্সেনাল, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, শাহরিয়ার কবির, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই