নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের ৮৬তম জন্মদিন আজ। তাই শনিবার রাত ১২টা ১ মিনিটে তার ভক্ত-অনুরাগীরা ফুল নিয়ে হাজির হন। সেই সাথে জাতীয় পার্টি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পল্লীবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীরাও ফুলের শুভেচ্ছা জানান এরশাদকে। তাদের ফুল পেয়ে ৮৬ বছরেও ফুরফুরে হয়ে ওঠেন তিনি।
এ দিকে পার্টির চেয়ারম্যানের জন্মদিনে জাতীয় পার্টির কর্মসূচির মধ্যে রয়েছে আজ পৃথক দু’টি দলীয় অনুষ্ঠানে তাকে সংবর্ধনা। এ দু’টি অনুষ্ঠানে নিজের জন্মদিনের কেক কাটেন এরশাদ। সকাল ৯টায় জাতীয় পার্টির বনানীর কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর দক্ষিণের উদ্যোগে নিজের জন্মদিনের কেক কাটেন এরশাদ। এ ছাড়া সকাল ১০টায় জাতীয় পার্টি মহানগর উত্তরের উদ্যোগে ইমানুয়েলস কনভেশন সেন্টারেও (গুলশান-১, জব্বার টাউরের পেছনে) কেক কাটেন তিনি।
১৯৩০ সালের ২০ মার্চ বর্তমান কুড়িগ্রাম জেলায় মাতুতালয়ে জন্মগ্রহণ করেন সাবেক সেনাশাসক এইচ এম এরশাদ। সাবেক এ সেনাশাসক রাষ্ট্রপতি এরশাদ ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ থাকা অবস্থায় তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছ থেকে তিনি মতা গ্রহণ করে বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে ১৯৮৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেন। পরে বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেন এরশাদ।
১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণ-অভ্যুত্থানের মুখে তার সরকারের পতন ঘটে। তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগে আধ্য হন। এর আগে ১৯৮২ সালে রাষ্ট্রীয় মতা কেন্দ্রবিন্দুতে এসে এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। তিনি দলের চেয়ারম্যান হন। পরে নানা নাটকীয় ঘটনার জন্মদাতা এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নিয়ে বারবার নিজের অবস্থান পরিবর্তন করে আলোচিত হন।
নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যেও পরে রংপুর-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপিবিহীন ওই নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় বার সরকার গঠন করার পর জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ হন বিরোধীদলীয় নেতা। সাবেক এ রাষ্ট্রপতি এরশাদকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি এখনো ওই পদে রয়েছেন।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস