নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের আমন্ত্রণ পাননি বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন বিএনপি।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। এ সময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও ছিলেন।
তিনি বলেন, এরপরও দাওয়াত পাননি বলে সৈয়দ আশরাফ যে কথা বলেছেন, তা সত্য নয়। তার মতো একজন স্বনামধন্য ও পরিচিত রাজনীতিকের মুখে এ ধরনের অসত্য কথা মানায় না।
গতকাল ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকে সৈয়দ আশরাফ বলেন, বিএনপির কাউন্সিলে তিনি দাওয়াত পাননি বলে যেতে পারেননি।
রিজভী বলেন, অনেক বাধা-বিপত্তির মুখেও লাখ লাখ নেতা-কর্মীর উপস্থিতিতে বিএনপির জাতীয় সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। এ জন্য সবাইকে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ধন্যবাদ।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস