ঢাকা : রাজধানীর বাড্ডায় মাহবুব হোসেন (৩০) নামে এক বিকাশকর্মীকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় তার কাছে থাকা ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনা ঘটে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার কুমিল্লাপাড়ার কুয়েটি জামে মসজিদের সামনে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, এ সময় মাহবুব বিকাশের টাকা সংগ্রহ করছিলেন। দুই ছিনতাইকারী তার ডান হাতে গুলি করে ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি জানান, পরে তাকে উদ্ধার করে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম