নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে দিতির অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের একটি অপূরণীয় ক্ষতি।
তিনি দিতির রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী দিতি মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার ইউনাইটেড হাসপাতালে মারা যান।
দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার পর রোববার বিকেল ৪টা ৫ মিনিটে মারা যান তিনি। ।
ইউনাইটেড হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. সাগুফতা জানিয়েছেন, সকাল আটটা সাড়ে আটটার মধ্যে স্বজনদের উদ্দেশ্যে দিতিকে তার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সকাল দশটা সাড়ে দশটার মধ্যে দিতিকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হবে।
দিতির শেষ ইচ্ছা অনুযায়ী তার মা ও দাদির কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম