রবিবার, ২০ মার্চ, ২০১৬, ১১:১৫:২৬

সরিয়ে দেয়া হলো তিতাসের এমডি নওশাদকে

   সরিয়ে দেয়া হলো তিতাসের এমডি নওশাদকে

ঢাকা : দায়িত্বে অবহেলার কারণে সরিয়ে দেয়া হলো তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নওশাদ ইসলামকে। তার স্থলে প্রতিষ্ঠানটির জিএম (ভিজিলেন্স) মীর মশিউর রহমানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়েছে।  

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত বৃহস্পতিবার রাতে বনানীতে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় তিতাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।  মন্ত্রণালয় গঠিত একটি তদন্ত কমিটি নওশাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পায়।  

নসরুল হামিদ বলেন, শুধু বনানীর ঘটনাই নয়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।  শুক্রবারই তাকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছি। তবে ওইদিন সরকারি ছুটি থাকায় অফিস আদেশ জারি হয়নি।

জানা গেছে, নওশাদকে পেট্রোবাংলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।  এ বিষয়ে আদেশ জারি করেছে পেট্রোবাংলাও।

নসরুল হামিদ বলেন, পেশাদার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  তার আগে ভারপ্রাপ্ত এমডিই দায়িত্ব পালন করে যাবেন।

প্রকৌশলী নওশাদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।  এর আগে গণমাধ্যমে তাকে নিয়ে বহু লেখালেখি হয়েছে।  কিন্তু অদৃশ্য শক্তির ইন্ধনে এতদিন তিনি বহাল তবিয়তেই ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হন।
 
অভিযোগ ওঠেছে, গ্যাস লাইনে লিকেজের বিষয়ে বিতরণ কোম্পানি তিতাসকে জানানো হলেও তারা সাড়া দেয়নি।  তবে তিতাস বলছে, রাস্তা খোঁড়াখুঁড়িত গ্যাস লাইনে ছিদ্র হয়েছে।  তাই দুর্ঘটনার দায় সিটি করপোরেশনের ওপর বর্তায়।

এদিকে অবৈধ সংযোগ বেড়ে যাওয়ায় গত বছরের অক্টোবরে তিতাস বোর্ড সভায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিতাসের তৎকালীন চেয়ারম্যান ও জ্বালানি সচিব আবু বক্কর সিদ্দিক।  

ওই কমিটির প্রধান করা হয় তিতাসের পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাককে।  কমিটিতে আরো ছিলেন তিতাসে আরেক পরিচালক লিয়াকত আলী ভূঁইয়া এবং পেট্রোবাংলার জিএম জাবেদ পাটোয়ারি।

কমিটি অনুসন্ধান শেষে মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দেয় তাতে বলা হয়, তিতাসে ছয় সদস্যের একটি সিন্ডিকেট আছে।  সিন্ডিকেট সদস্যরা হলেন ভালুকার ব্যবস্থাপক মশিউর রহমান ঝন্টু, গাজীপুরের ব্যবস্থাপক আ ম সাইফুল ইসলাম, ফতুল্লার ব্যবস্থাপক শহিরুল, চন্দ্রার উপ-ব্যবস্থাপক তোরাব আলী, সিবিএ নেতা ফারুক হাসান।  আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন তিতাসের এমডি নিজে।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে