ঢাকা : সদ্য সমাপ্ত ষষ্ঠ জাতীয় কাউন্সিল নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবে বিএনপি। বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পন্ন হওয়া দলের জাতীয় কাউন্সিল এবং দলের পরবর্তী নীতিনির্ধারণী প্রসঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম